Bangladesh এ পরিস্থিতিতি দিনের পর দিন খারাপ হয়ে চলেছে। সেখানকার অর্থনীতিও কার্যত মুখ থুবড়ে পড়েছে। পাশাপাশি সেখানে বেড়েছে মৌলবাদীদের দাপট। এই অরাজক পরিস্থিতির মাঝে অনেকেই ওই দেশ থেকে ভারতে বেআইনি অনুপ্রবেশের চেষ্টা করছে বলে অভিযোগ। অনেক সময় বেআইনিভাবে India তে ঢুকতে গিয়ে ধরাও পড়ে যাচ্ছে কেউ কেউ। সেই সমস্ত ঘটনাকে নিয়ে চর্চাও চলে বিভিন্নমহলে। এবার এমন একটি ঘটনা প্রকাশ্যে এল, যা আপনাকে আরও একবার চমকে দিতে পারে। জল থেকে ধরা হল ১৯ Bangladeshi কে
Nineteen Bangladeshis caught from water amid worsening situation