চুরি হওয়া জিনিস কখনও কি ফিরে পেয়েছেন? মানে চোরে চুরি করে নিয়ে যাওয়া জিনিসের কথা বলছি। পাননি তো? চোরে চুরি করে নিয়ে যাওয়া জিনিস কখনও কি ফেরত দেয়? কিন্তু চুরি করে নিয়ে যাওয়া জিনিস চোরে ফেরত দিয়ে গেছে। তাও আবার সে যে জিনিস নয়। 14 থেকে 15 লক্ষ টাকার গয়না সহ বেশি কিছু নগদ টাকা। আর সৎ চোরের এই কাণ্ডে তাজ্জব হয়ে গিয়েছেন চুরি যাওয়া বাড়ির সদস্যরা। উত্তর 24 পরগনার হাবরার শ্রীপুর এলাকার ঘটনা। ঘটনার দিন ঠিক কি ঘটেছিল?
North 24 Parganas Viral Thief