আলিপুরদুয়ারে বন দফতরের ভূমিকা নিয়ে 'অসন্তুষ্ট' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুরদুয়ারে প্রশাসনিক সভায় সেখানকার বন দফতরের একাধিক কাজে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমি যে গেস্ট হাউসে আছি, সেখানে একটা ছবি তুলে আনলাম। দেওয়ালে লেখা আছে, 'পাচারকারীদের গুলি করে মারা হবে!' এটা কি কোনও ল্যাঙ্গুয়েজ হল? আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটা বলা হোক।' এই প্রসঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, 'হনুমানগুলোকে থ্যাঙ্কস, ভাগ্যিস, ওরা ছিঁড়ে দিয়েছিল।' তাঁর সংযোজন, 'অনেক সময় সাধারণ মানুষ যাঁরা জানেন না, ফরেস্টের রাস্তার মধ্যে দিয়ে গেলে তাঁর উপর অনেক অত্যাচার হয়।'