scorecardresearch
 
Advertisement

NSG In Sandeshkhali: বারুদে ঠাসা সন্দেশখালি? নামল NSG, অস্ত্র-বোমা খুঁজছে রোবটও, দেখুন

NSG In Sandeshkhali: বারুদে ঠাসা সন্দেশখালি? নামল NSG, অস্ত্র-বোমা খুঁজছে রোবটও, দেখুন

সন্দেশখালি নিয়ে বড় খবর। সেখানে লুকোনো অস্ত্রভাণ্ডার থাকতে পারে। সেই আশঙ্কায় নেমে পড়ল এনএসজি (NSG)। শুক্রবার সকালেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সন্দেশখালির আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়ায় অভিযান শুরু করে সিবিআই। এলাকার এক তৃণমূলের পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়ি থেকে বিশাল অস্ত্র ভাণ্ডারের খোঁজ মেলে বলে খবর। একাধিক সংবাদমাধ্যম সেই খবর প্রকাশ করে। দুপুরের পর সেই এলাকায় নামলেন এনএসজির কম্যান্ডোরা। যে বাড়িতে অস্ত্রভাণ্ডারের হদিশ মিলেছে সেই বাড়িটি ঘিরে ফেলেছে এনএসজি। সেই বাড়ির আশপাশে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এনএসজি-র তরফে। বোমা, গোলা-বারুদ থাকতে পারে এই আশঙ্কায় সেখানে নামানো হয়েছে রোবট। এই রোবট পরিচালনা করছেন এনএসডি কমান্ডোরাই।

Advertisement