scorecardresearch
 
Advertisement

Digha: দিঘার ভিড়ে নয়, চলুন সবুজে ঘেরা নিরিবিলি সরকারি ঠিকানা ওসিয়ানায়

Digha: দিঘার ভিড়ে নয়, চলুন সবুজে ঘেরা নিরিবিলি সরকারি ঠিকানা ওসিয়ানায়

বাঙালির ভ্রমণ মানেই ‘দি-পু-দা’, মানে দিঘা, পুরি আর দার্জিলিং। তার মধ্যে দিঘাতেই সবচেয়ে সহজে, সবচেয়ে সস্তায় আমোদ করে ক’টা দিন ছুটি কাটিয়ে আসা যায়। তাই বাঙালির বেড়াতে যাওয়ার এই তিন ঠিকানার মধ্যে দিঘাতেই ভিড় বেশি। এই প্রতিবেদনে যে জায়গার কথা বলবো, সেটা মধ্যবিত্তের বাজেটের মধ্যে ছুটি কাটানোর একটি দুর্দান্ত ঠিকানা। এই ঠিকানা দিঘার বাইরে নয়, আবার দিঘার ভিড়েও নয়।

Oceana, a pleasant destination under West Bengal Fisheries Development Corporation near Digha

Advertisement