'দিদিকে বলো' তে ফোন করে কীর্ণাহার থানার ওসির নামে তোলাবাজির অভিযোগ করলেন এক মহিলা। তড়িঘড়ি বোলপুরের এসডিপিও নেতৃত্বে শুরু হল তদন্ত ৷ অভিযোগ, বাড়ি তৈরির কাজ শুরু করায় রবীন্দ্রনাথ ঘোষ নামে এক ব্যক্তির কাছ থেকে ১ লক্ষ টাকা চান ওসি। টাকা দিতে না পারায় ২৪ ঘণ্টা তাঁকে লকআপে আটকে রাখা হয় ৷ এমনই অভিযোগ 'দিদিকে বলো' ট্রোল ফ্রি নম্বরে করেন ওই ব্যক্তির স্ত্রী সুমিত্রা ঘোষ ৷ যদিও, কীর্ণাহার থানার ওসি শেখ আসরাফুল বলেন, "সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। 144 ধারা ভঙ্গ করেছিল বলে ডেকেছিলাম ৷ পুলিশ তুলে নিয়ে এসেছে বলে ইগোয় লেগেছে তাই অভিযোগ করেছে। যেহেতু অভিযোগ করেছে তাই তদন্ত হচ্ছে।" বীরভূমের কীর্ণাহার থানার মিরাটি গ্রামের ব্রাহ্মণ পাড়ার বাসিন্দা রবীন্দ্রনাথ ঘোষ। প্রতিবেশির সঙ্গে বাড়ি তৈরি নিয়ে বিবাদ হয় তাঁর ৷ বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় ৷ বোলপুর মহকুমা আদালত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণে স্থগিতাদেশ দেয় ৷
On the basis of a complaint lodged by a local woman steps were taken against OC of Kirnahar PS