Advertisement

Suvendu Adhikari: 'যার দিকে তাকাই ধ্বংস হয়ে যায় ...চোরটাকে আমি বলে গেলাম', এবার কাকে টার্গেট শুভেন্দুর?

নাম না করে শেখ সুফিয়ানকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের ভাঙাবেড়ায় ৭ জানুয়ারি সিপিআইএমের দুষ্কৃতীদের গুলিতে নিহতদের স্মরণ করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগে সকালেই তৃণমূল শহিদ স্মরণে অনুষ্ঠান করে। সেখান থেকে তৃণমূল নেতা শেখ সুফিয়ান বেলাগাম ভাষায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন তিনি। এর জবাবে শুভেন্দু অধিকারী নাম না করে বলেন, 'আমি যার দিকে তাকাই ধ্বংস হয়ে যায়, শাহজাহান ধ্বংস হয়েছে। কেষ্ট ২ বছর জেল খেটেছে। তারাচাঁদবাড়ের এই চোরটাকে আমি বলে গেলাম তোমার অবস্থা আমি কী করব দেখে নেবে। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি।'

Advertisement
POST A COMMENT