Advertisement

Saraswati Puja 2022: সরস্বতী প্রতিমার অর্ডার কম, হতাশ মৃৎশিল্পীরা

করোনার কারনে শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ। ফলে অনেক জায়গায় ছোট করে সরস্বতী পুজো হচ্ছে। আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পুজোই হচ্ছে না এবারে। ফলে প্রতিমার অর্ডার অনেক কম এসেছে। এরফলে হতাশ নদিয়ার মৃৎশিল্পীরা। তারা জানালেন আগের থেকে অনেক কাজ কমেছে। যেখানে মৃৎশিল্পীদের কাছে অর্ডার আসতো ৯০টি সেখানে আসছে ১৫টি। এবছর সরস্বতী পুজো কিভাবে হবে ? আদৌ সমস্ত স্কুলে পুজো অনুষ্ঠিত হবে তো ? এভাবে আর কত দিন চলবে ? হতাশার সুর মৃৎশিল্পীদের কন্ঠে।

The order of the idol of Saraswati Puja is low, the potters are in trouble

Advertisement