scorecardresearch
 
Advertisement

VIDEO: অতিবর্ষণ, রাতের ঘুম উড়েছে বাঁকুড়ার ধান চাষিদের

VIDEO: অতিবর্ষণ, রাতের ঘুম উড়েছে বাঁকুড়ার ধান চাষিদের

গত সপ্তাহের সোমবার থেকে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রবল নিম্নচাপ (Depression)। সারাদিন ধরেই হয়ে চলেছে অঝোর ধারায় বৃষ্টি। এই সময় আগমনীর গন্ধ গায়ে মেখেই গ্রাম বাংলার চাষীরা সোনার ফসল তথা বাংলার আউস ধান কেটে তোলেন মাঠ থেকে। এই বছর বাংলায় বর্ষা আগে প্রবেশ করার জন্য চাষীরা ধান রোপনও করেছিলেন আগাম। তাই এই মুহূর্তে স্বাবাভিক ভাবেই আউস ধান পেকেও গিয়েছে। কিন্তু অতি বর্ষণের ফলে স্তব্ধ জন জীবন। মাঠের পাকা ধান মাঠেই নষ্ট হবার মুখে। কারণ এই অতি বৃষ্টির ফলে চাষীরা মাঠের পাকা ধান কেটে কোনও ভাবেই বাড়ি নিয়ে যেতে পারছেন না। চিন্তার ভাজ বাংলার চাষীদের (Farmers) কপালে। সেই একই দৃশ্য দেখা গেলো বাঁকুড়া (Bankura) জেলার বিভিন্ন প্রান্তে। এই অতি বর্ষণ যদি আর কয়েক দিন হতে থাকে তাহলে চরম আর্থিক সংকটের মুখে পড়বে বাঁকুড়া জেলার জয়পুর, কোতুলপুর, ইন্দাস সহ বেশ কয়েকটি এলাকার ধান চাষীরা।

The paddy farmers of Bankura are in extreme panic due to heavy rains

Advertisement