Advertisement

Netaji's Image on Muslin Cloth: পদ্মশ্রী বীরেন বসাক মসলিন কাপড়ে বুনলেন নেতাজির প্রতিচ্ছবি

মসলিন কাপড়ে বোনা নেতাজির প্রতিচ্ছবি। নেতাজির ১২৫ তম জন্মদিন উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা জানাতে পদ্মশ্রী বীরেন বসাকের এই প্রচেষ্টা। নদিয়ার ফুলিয়ার বাসিন্দা শিল্পী বীরেন বসাক জাতীয় পুরস্কার প্রাপ্ত। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও তাঁর নাম আছে। একমাসের চেষ্টায় মসলিন কাপড়ে নেতাজীর এই প্রতিচ্ছবি ফুটিয়ে তোলেন তিনি। কাপড়টি নেতাজী সংগ্রহশালায় দিতে চান তিনি।

Padma Shri Biren Basak Woven Netaji's Image on Muslin Cloth

Advertisement