মা উমাকে চণ্ডী (Goddess Chandi) রূপে পূজা করা হয় মালদার ঐতিহ্যবাহি চাঁচল রাজবাড়িতে। দূর্গা পুজোর (Durga Puja 2021) চারদিন তো বটেই এমনকি সারা বছর দিনে চারবার পুজো চলে। দশমীতে বিসর্জনের দিন মা চণ্ডীকে হিন্দু-মুসলিম সম্বনয়ে দেখানো হয় লন্ঠন। তবে দুই বছরের করোনা আবহে অনেকটা ভাটা পরেছে চাঁচোল রাজবাড়ির পুজোয়।
In this palace of Malda, Goddess Uma was worshiped as Goddess Chandi