ফের লোকালয়ে বাঘের আতঙ্কে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার সকালে স্থানীয় মানুষজন গ্রাম লাগোয়া জঙ্গলের পাড়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান। রায়দীঘি রেঞ্জের নলগড়া বীট অফিসের অন্তর্গত দমকল পুরকাইত পাড়া গ্রামের ঘটনা। উল্টোদিকের আজমলমারির জঙ্গল থেকে বাঘ নদী পেড়িয়ে গ্রামে ঢুকেছে বলে বন দফতরের অনুমান। সকাল থেকেই বাঘের পায়ের ছাপ দেখে তল্লাশি শুরু করেছেন বন কর্মীরা।
panic spread at raidighi after seeing footprint of a tiger