Advertisement

VIDEO: টানা বৃষ্টিতে জলমগ্ন পানিহাটি হাসপাতাল, সমস্যায় রোগীরা

গত দু'দিনে টানা বৃষ্টি আর তাতেই জল থইথই পানিহাটি স্টেট জেনারেল হসপিটাল। হসপিটালের জলের মধ্যে ঘোরাফেরা করছে মাছ, সাপ, জোঁক- এমনটাই অভিযোগ রোগী ও রোগীর পরিবারের। স্বাভাবিকভাবে আতঙ্কে দিন কাটছে রোগীদের। জলের মধ্যে দাঁড়িয়ে কাজ করতে অসুবিধা হচ্ছে ডাক্তার নার্সদের। কেউ পায়ে গামবুট পরে কাজ করছেন। দীর্ঘদিনের এই সমস্যা মেটাতে রাজনৈতিক নেতারাও প্রায়ই আশ্বাস দেন। কিন্তু মাস, বছর পেরিয়ে গেলেও সমস্যা সেই তিমিরেই।

Panihati Hospital submerged in continuous rain

Advertisement