রাজ্যের বর্তমান সরকার যেখানে বারবার দাবি করছেন, যারা মাটির বাড়িতে বাস করে সবার জন্য মিলবে আবাস যোজনা বাড়ি। কিন্তু কোথায় কী, এক উলটপুরানের চিত্র উঠে এলো বাঁকুড়ার একগ্রামে। প্রসঙ্গত বাঁকুড়া ১ নম্বর ব্লকের অন্তর্গত ভাগাবাঁধ গ্রাম। সেখানেই বসবাস ছিল বিদ্যুৎ ঘোষ এবং অঞ্জু ঘোষ নামে এক দম্পতি এবং তাঁদের দুই সন্তানের। এক বছরের মধ্যেই বিদ্যুৎ ঘোষ এবং অঞ্জু ঘোষ এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় মাথার উপর বটগাছ হারিয়েছে তাদের দুই সন্তান। ভাগাবাঁধ গ্রামে এক চিলতে মাটির বাড়িতে বসবাস করে দিন কাটছে দুই সন্তানের। বর্তমানে কাকা জেঠুর বাড়িতে স্থান মিললেও সে আর কদিন। প্রতিবেশীদের দাবি, আবাস যোজনার তালিকায় নাম এসেছিল তাদের। কিন্তু তার বাস্তবায়ন এখনও হয়নি।
Parents pass away leaving orphans, housing scheme promises unfulfilled