Advertisement

Fake Passport Racket: কলকাতায় পাসপোর্ট চক্রের পান্ডার বাড়িতে হানা দিতেই পুলিশের চোখ ছানাবড়া!

রাজ্যে জাল পাসপোর্ট চক্রের তদন্তে নেমে এবার চমকে গেলেন তদন্তকারী অফিসাররা। শুধু পাসপোর্টই নয়, এই চক্রের মূল পাণ্ডার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর জাল আধার ও ভোটার কার্ডও। এখানেই শেষ নয়, এই ভুয়ো পাসপোর্ট চক্রের মূল পাণ্ডা সমরেশ বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার হয়েছে জাল আধার ও ভোটার কার্ড তৈরির নানা সরঞ্জামও। জানা গিয়েছে সোমবার, ২৩ ডিসেম্বর ধৃত সমরেশের বাড়ি থেকে প্রচুর ভুয়ো আধার, ভোটার কার্ড উদ্ধার করে তারা। উদ্ধার হয়েছে ভুয়ো কার্ড তৈরির ফর্ম্যাটও। মিলেছে একাধিক নাম ও ঠিকানার তালিকা। তদন্তকারীদের প্রথমিক অনুমান এই সব নাম ও ঠিকানা দিয়েই ভুয়ো আধার ও ভোটার কার্ড তৈরির পরিকল্পনা ছিল সমরেশের। প্রসঙ্গত, বাংলাদেশ ও অন্য যেকোনও পড়শি দেশ থেকে ভারতে এলে এদেশের স্থায়ী বাসিন্দা হতে গেলে যে দুটি নথি সবথেকে গুরুত্বপূর্ণ তা হল আধার কার্ড ও ভোটার কার্ড। এই দুটি নথি থাকলেই ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করা যেতেই পারে। জানা গিয়েছে এই সমরেশ নাকি শুধু জাল পাসপোর্ট বানাত এমনটা নয়, সীমান্ত পার করানোর ব্যবসা দিয়েই হাতেখড়ি হয়েছিল তার। সীমান্ত পার করে এনে তাদের জন্য নথি তৈরির করে দেওয়ার নেটওয়ার্কও ছিল সমরেশের। এই সমরেশের বাড়ি থেকে একসঙ্গে এত বিশাল পরিমান ভুয়ো আধার ও ভোটার কার্ড উদ্ধার হওয়ার ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

Passport racket uncovered in Kolkata

Advertisement