Advertisement

Bhai Phota 2024: পরিবেশ রক্ষায় বটবৃক্ষকে চন্দনের ফোঁটা-দীর্ঘায়ু কামনা শান্তিপুরের ভাই-বোনেদের

পরিবেশ রক্ষায় গাছকে ফোঁটা দিলেন শান্তিপুরের ভাই-বোনেরা। নদীয়ার শান্তিপুরের গলায়দড়ি বটতলায় আয়োজন করা হয়েছিল গাছফোঁটার। বটবৃক্ষকে চন্দনের ফোঁটা দেওয়া হল। সঙ্গে ধান-দুর্বা দিয়ে গাছের দীর্ঘায়ু কামনা করা হয়। এমনকি গাছকে মিষ্টিমুখও করা হয়। গাছকে ফোঁটা দিয়ে তারা বলেন যে, "গাছের কপালে দিলাম ফোঁটা, গাছ দস্যুদের দুয়ারে পড়লো কাঁটা। পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করবার জন্যই গাছফোঁটার আয়োজন হয়।

Advertisement
POST A COMMENT