হারিয়ে গেছে রিও। আর তার খোঁজে Poster ও পড়ল, চলল মাইকে প্রচার। যে সন্ধান দেবে সে পাবে দশ হাজার টাকা। আসলে রিও বড় আদরের। তবে ভাবছেন তো এইরকম নিখোঁজ পোস্টার তো আগেও দেখেছেন বা শুনেছেন। তাহলে রিও কেন এতো স্পেশাল।