ক্ষেতে চাষ হচ্ছে ফুলকপি, বাঁধাকপি, শাক আরও কত কি। এছাড়া ফার্মে আছে মুরগি, ডাক, ছাগল। পর্যটকদের আপ্যায়নে জন্য ফার্ম থেকে রান্নাঘরে যাবে সবজি ,মাংস। আর তারপরই পর্যটকদের পাতে। আজকের দিনে এমন টাটকা খাবার পাওয়া খুবই মুশকিল। কলকাতার কাছেই তৈরি হয়েছে এই পিকনিক স্পট। রয়েছে থাকার ব্যবস্থাও। নাম গ্রামবাংলা রিট্রিট। ঠাকুরপুকুরের কাছেই তৈরি হয়েছে এই স্পট।
Gram Bangla Retreat