Advertisement

PM Narendra Modi: তৃণমূলের নয়া সংজ্ঞা দিলেন PM Modi, বললেন, 'TMC মানে তু-ম্যায় অউর করাপশান...'

TMC-র মানে এখন তু-ম্যায় করাপশান হি কোরাপশান। কৃষ্ণনগরের সভা থেকে তৃণমূলকে দুর্নীতি ইস্যুতে কড়া আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ১০০ দিনের কাজে 'বঞ্চনা' ইস্যুতে গত কয়েক মাসে বারবার সরব হয়েছে তৃণমূল নেতৃত্ব। এদিনের সভায় তার পাল্টা জবাবও দিলেন মোদী। প্রধানমন্ত্রী বলেন,'বাড়ি বাড়ি গিয়ে যুবরা একটি তথ্য দিন, MGNERA-তে ২৫ লক্ষ ভুয়ো জব কার্ড তৈরি হয়েছে। যে জন্মায়নি তারও জব কার্ড তৈরি করেছে। যেটা গরিব শ্রমিকের পাওনা, সেটাও তৃণমূলের তোলাবাজরা তুলে নিয়েছে।'

Advertisement
POST A COMMENT