Advertisement

PM Narendra Modi on Kalyani AIIMS Issue: 'কমিশন না পেলে পারমিশন দেয় না TMC', AIIMS-র পরিবেশ ছাড়পত্র নিয়ে মোদীর তোপ

বাংলা সফরের দ্বিতীয় দিনে আজ কৃষ্ণনগরে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। তার মধ্যে সবথেকে বড় কল্যাণী এইমস। তবে এইমস নিয়ে রাজ্য সরকারের রাজনীতির বিরোধিতাও করলেন তিনি। তৃণমূলকে কটাক্ষ করে এদিন তিনি বলেন, "টিএমসি বাংলার লোককে গরিব বানিয়ে রাখতে চায়। যাতে তাদের রাজনীতি, খেলা চলতে থাকে। পুরো পশ্চিমবঙ্গে টিএমসির তোলাবাজ, গুন্ডামির অনুমতি দেওয়া আছে। কিন্তু এত বড় হাসপাতাল নিয়ে পশ্চিমবঙ্গ সরকার পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র দিচ্ছে না। কমিশন না পেলে পারমিশন দেয় না, আটকে দেয় টিএমসি সরকার।"

Advertisement
POST A COMMENT