আজ কল্পতরু উৎসব। বাংলা বছরের প্রথম দিন। সকাল থেকেই হুগলি জেলার বিভিন্ন মন্দির গুলোতে মানুষের ভিড়। বাঁশবেড়িয়ার ঐতিহাসিক হংশেস্বরি মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন। ব্যাবসায়ী থেকে সাধারণ মানুষ ভিড় জমিয়েছে। বেলা যতও বাড়বে ততোই মানুষের ভিড় বাড়বে। ঠিক একইভাবে ত্রিবেনী কালিতলা রঘু ডাকাতের কালি মন্দিরে পুজো দেবার ভিড়।
Pohela Boishakh 2022 celebrated across hooghly district