scorecardresearch
 
Advertisement

Poila Boishakh 2022: নববর্ষে ভক্তদের ভিড় কোচবিহারের মদনমোহন মন্দিরে

Poila Boishakh 2022: নববর্ষে ভক্তদের ভিড় কোচবিহারের মদনমোহন মন্দিরে

নববর্ষের সকালেই ভক্তদের ভিড় কোচবিহারের মদনমোহন মন্দিরে৷ কোচবিহারের মদনমোহন ঠাকুর মহারাজাদের কূলদেবতা। শোনা যায় কোচবিহার রাজাদের রাজবাড়ি যেখানে যেখানে স্থানান্তর হয়েছে সর্বত্রই পূজিত হয়েছেন মদনমোহন। তবে ১৮৮৯ থেকে ১৮৯০ সালের মধ্যে কোচবিহারে এই মদনমোহন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন মহারাজা নৃপেন্দ্রনারায়ন ভূপ বাহাদুর। এরপর থেকেই বৈরাগী দিঘির পাড়ে স্থায়ী মন্দিরে পূজো হয় মদনমোহন ঠাকুরের। লোকমুখে শোনা যায় এই দেবতা খুবই জাগ্রত। তাই বছরের প্রথম দিনেই ভক্তরা ভিড় জমিয়েছেন মদনমোহন ঠাকুরের আশীর্বাদ নিতে।

Crowds of Devotees at Madan Mohan Temple in Cooch Behar

Advertisement