Advertisement

VIDEO: শান্তিপুরে আবার গৃহস্থ বাড়িতে উদ্ধার বিষধর কালাচ

গৃহস্থ বাড়ির ঘরের ভেতর থেকে উদ্ধার বিষধর কালাচ সাপ। গতকাল রাত্রি দশটা নাগাদ শান্তিপুর ২ নম্বর ওয়ার্ডের বাইগাছি বাগানে পাড়া এলাকার এক গৃহস্থের বাড়ির ভেতরে হঠাৎই ঢুকে পড়ে একটি বিষধর কালাচ সাপ। দেখামাত্রই আতঙ্ক সৃষ্টি হয় গোটা পরিবারে, ফোন করা হয় শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। তারপর তিনি ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দি করেন। উদ্ধারকারী অনুপম সাহা জানান, বিষধর সাপ টিকে বনদপ্তর হাতে তুলে দেওয়া হবে।

Advertisement