Advertisement

Anish Khan Death Case: 'আমাদের বলির পাঁঠা করা হয়েছে,' বিস্ফোরক আনিস-কাণ্ডে ধৃত পুলিশকর্মীরা

"আমাদেরকে বলির পাঁঠা করা হয়েছে, ওসির নির্দেশেই গিয়েছিলাম," আনিস কাণ্ডে ধৃত পুলিশকর্মীরা এমনই দাবি করলেন। আজ অর্থাত্‍ বৃহস্পতিবার ভবানীভবন থেকে আদালতের পথে যাওয়ার সময় সাংবাদিকদের সামনে পুলিশের গাড়ির ভেতর থেকে গ্রেফতার হওয়া পুলিশকর্মী বলেন, আনিস হত্যাকাণ্ডে আগুনে জল দেওয়া হচ্ছে আমাদের গ্রেফতার করে।

Anish Khan Death Case claimed that they were innocent

Advertisement