আসানসোলের কুলটিতে গাছে শিকল বাঁধা অবস্থায় একটি বাক্স দেখতে পাওয়া যায়। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির ISKO বাইপাস রোড মোড় সংলগ্ন রাস্তার পাশে এই বাক্স দেখতে পাওয়া যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে শিকল কেটে বাক্সটি নিয়ে যায়। তবে বাক্সের ভিতর কী আছে তা এখনও জানা যায়নি।
Police recovered a mysterious box tied to a tree in Asansol's kulti