বড়সড় সাফল্য Birbhum জেলার দুবরাজপুর থানার পুলিশের। Dubrajpur থানার পুলিশ অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করল প্রায় ১০ কোটি টাকার Fake Lottery র টিকিট। বিক্রির আগেই ধরা পড়ল দুটি গাড়ি ভর্তি লটারির টিকিট। অভিযোগ, রাজ্য সরকারের কর ফাঁকি দিয়ে এই লটারির কারবার শুরু হয়েছে বীরভূমে। দুবরাজপুর থানার অভিযানে বাজেয়াপ্ত হয় প্রায় কয়েক লক্ষ জাল লটারির টিকিট।