scorecardresearch
 
Advertisement

VIDEO: স্বাধীনতা দিবসের আগে পুলিশের নাকা চেকিং মালদা জেলা জুড়ে

VIDEO: স্বাধীনতা দিবসের আগে পুলিশের নাকা চেকিং মালদা জেলা জুড়ে

আর মাত্র দু'দিন পরেই স্বাধীনতা দিবস (Independence Day)। স্বাধীনতা দিবসের এই দিনে স্বাধীনতার আনন্দে উৎসবমুখর হয়ে উঠবে পুরো দেশ। দিল্লির লালকেল্লা কিংবা রাজধানী, বা কলকাতার রেড রোড সর্বত্র তিরঙ্গার রঙে সেজে উঠবে। দেশের সাধারণ মানুষ উৎসবমুখর হবেন। এই দিনে বিভিন্ন জায়গায় নাশকতার ছক কষে এই জঙ্গি সংগঠনগুলো। যে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলা করতে তৎপর পুলিশ (Police) প্রশাসন। মালদা (Malda) জেলা পুলিশের নির্দেশে মালদা জেলার বিভিন্ন প্রান্তে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঠিক তেমনি মালদা জেলার গাজোল থানার উদ্যোগে গাজোল থানার বিভিন্ন নাকা পয়েন্টে ছোট বড় গাড়ি গুলিতেও তল্লাশি (Naka Checking) চালাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে গাড়ির খুঁটিনাটি। কাউকে সন্দেহ হলেই জিজ্ঞাসাবাদ চালাচ্ছে গাজোল থানার পুলিশ। গাজোল থানার ৩৪ নম্বর, ৫১২ নং ও ৮১ নং জাতীয় সড়কের পাশাপাশি বিভিন্ন রাজ্য সড়ক ও গ্রামীণ সড়কগুলোতেও নজরদারি চালাচ্ছে গাজোল থানার পুলিশ।

Advertisement