Advertisement

Portrait of Netaji with sand: মালদার কালিন্দ্রী নদীর তীরে বালি দিয়ে নেতাজির প্রতিকৃতি

সাধারণতন্ত্র দিবসে কালিন্দ্রী নদীর তীরে বালি দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি তৈরি করে সবাইকে তাক লাগালো মানিকচকের দুই শিল্পী। মানিকচক এর দুই শিল্পী সৌরভ মালাকার এবং শুভঙ্কর দত্ত নিজেদের সরঞ্জাম নিয়ে নুরপুর এর কালিন্দ্রি নদীর চরে তিন ঘন্টা সময়ে প্রায় 6 ফুট লম্বা ও চার ফুট চওড়া বালির তৈরি নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাস্কর্য তৈরি করে।

Portrait of Netaji with sand

Advertisement