scorecardresearch
 
Advertisement

ভোট পরবর্তী হিংসা: ১০০ জনকে নিয়ে রাজ্যপালের কাছে যাবেন শুভেন্দু

ভোট পরবর্তী হিংসা: ১০০ জনকে নিয়ে রাজ্যপালের কাছে যাবেন শুভেন্দু

ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত প্রায় ২০০ জনকে নিয়ে রাজভবনে গিয়েছিলেন শুভেন্দু। সেখানে তাঁদের পুলিশ ঢুকতে বাধা দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। পুলিশের ওই পদক্ষেপের বিরুদ্ধে হাই কোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। পরে হাইকোর্টের থেকে স্বস্তি পান বিরোধী দলনেতা। আজ তিনি বলেন, 'রাজ্যের ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজভবনের সামনে বিক্ষোভ করার অনুমতি চেয়ে আমি পুলিশ কমিশনারের কাছে একটি চিঠি জমা দিয়েছি। আমি আগামীকাল সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে দেখা করব। ভোট-পরবর্তী হিংসার শিকার ১০০ জনকে সঙ্গে নিয়ে যাব।'

Advertisement