Advertisement

Suvendu Adhikari News: BJP-তে শুভেন্দুর বিরুদ্ধেই চড়ছে সুর, বরানগরে প্রার্থী অপছন্দ পোস্টারে বেসুর

তৃণমূল দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কম অভিযোগ তোলেনি বিজেপি। এবার সেই দলের অন্দরেই বড়সড় সমস্যা ধরা পড়ল। বিজেপির ভিতরে প্রার্থী নিয়ে যে মুষলপর্ব চলছিল সেটা আগেই প্রকাশ্যে এসেছে। অনেক কেন্দ্রের প্রার্থীই পছন্দ নয় নীচুতলার কর্মীদের। কিন্তু সেটা এতদিন চেপে রাখা হচ্ছিল। বুধবার সেই ক্ষোভ প্রকাশ্যে চলে এল। দমদম ও বরাহনগরে পোস্টারে ছয়লাপ। লোকসভা নির্বাচনের প্রাক্কালে যা বড় ড্যামেজ বলে মনে করা হচ্ছে। এই ড্যামেজ কন্ট্রোল বিজেপি কেমন করে সামাল দেবে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

Suvendu Adhikari News

Advertisement