Advertisement

Pot Chitra In West Bengal: মুখ্যমন্ত্রী পুজোয় টাকা দিলেও ভাগ্য আদৌ কি বদলাচ্ছে শিল্পীদের?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্যোক্তাদের জন্য আর্থির অনুদান বাড়িয়ে চলেছেন। কিন্তু আদৌ পুজোর সঙ্গে যাদের রুটি-রুজি যুক্ত তারা কি ভালো আছেন? এই প্রশ্ন কিন্তু এখন অনেকের মনে রয়েছে। অনেকেই বলছেন তারা ভালো নেই। তারা যে তিমিরে ছিলেন সেই তিমিরেই পড়ে রয়েছেন। যারা পটচিত্র তৈরি করেন তাদের দেবী দুর্গার পট চিত্রের দাম একটুও বাড়েনি। একই সঙ্গে নেই কোনও সরকারি সাহায্য। বাধ্য হয়ে দিনের পর দিন বাড়িতে বসে স্বামী শ্বশুরের এই শিল্পকে টিকিয়ে রেখেছে রেবা দেবীর মত বৃদ্ধারা।

Pot Chitra In West Bengal

Advertisement