ভিন রাজ্যে আলু রফতানি বন্ধ রাখার বিষয়ে কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বৈঠকে মিলল না কোনও রফাসূত্র। সোমবার রাত থেকে কর্মবিরতিতে নেমেছেন আলু ব্যবসায়ীরা। মঙ্গলবার রাজ্যের কোনও স্টোরে ব্যবসায়ীরা আলু বের করবেন না, বাছাই করে বিক্রির ব্যবস্থাও করবেন না। যার কারণে রাজ্যের বাজারগুলিতে আলুর ঘাটতি হতে পারে। তাতে আলুর দাম হঠাৎ আরও বেড়ে যেতে পারে। দাম কমবে না আরও বাড়বে? খোঁজ নিল bangla.aajtak.in।