Advertisement

Kartik Maharaj: 'সাধুসন্তের চরিত্র তাঁর নেই', এবার কার্তিক মহারাজকে আক্রমণ অধীরের

সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরীকে কার্তিক মহারাজ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ধর্মের কথা অপরকে না বলে, নিজে শিখুন, নিজে পড়ুন। আপনি আচারি ধর্ম। নিজে আগে ধর্ম পালন করুন, তারপর লোককে শেখান।” আবার এ-ও বলেন, "যাঁর কথা বলেছেন, তিনি এখানে সেইভাবেই পরিচিত। তার পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের প্রশ্ন রয়েছে। সাধুসন্তের যেরকম চরিত্র হওয়া প্রয়োজন, সেই চরিত্র তাঁর নেই। তিনি সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই এখানকার মানুষের কাছে পরিচিত। তিনি কখনও তৃণমূলের, কখনও বিজেপির, কখন তিনি কার দলের সমর্থক, তা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে।"

Advertisement
POST A COMMENT