মৃত যুবককে 72ঘন্টা আটকে রেখে বেসরকারী হাসপাতালে বিলের পাহাড়। মৃত যুবকের চিকিৎসা করার অভিযোগ উঠল এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে।অবশেষে অনলাইনে জেলা স্বাস্থ্যদপ্তরে অভিযোগের পরই বেসরকারি হাসপাতালে এমন কান্ডের পর্দা ফাঁস। এই ঘটনার সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে। ইতিমধ্যে দেহ হাসফাতালে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও জেলা স্বাস্থ্যদপ্তর।
Private hospital kept dead youth for 72 hours with huge bill