Advertisement

Andal School Collapse: কয়লাখনির ধসের জের, অন্ডালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুল

অন্ডালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত স্কুল। তবে ঘটনাটি সন্ধেবেলা ঘটায় আপাতত হতাহতের কোনও খবর নেই। স্থানীয় সূত্রে খবর সোমবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ অন্ডাল থানার অন্তর্গত খাস কাজোড়ার আজির বাগান এলাকায় একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের নিচের অংশ হঠাৎ ধসের কবলে পড়ে। কয়লা খনির ধসের জেরেই ঘটনা বলে প্রাথমিক অনুমান। স্থানীয়দের দাবি, খনির ভূগর্ভস্থ অংশে কয়লা কেটে নেওয়ার পর সেই অংশকে বালি দিয়ে ভরাট করে দেওয়া উচিত ছিল ইসিএল কর্তৃপক্ষের। কিন্তু তা না হওয়ায় এই রকম ঘটনা ঘটছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ধসের ফলে কুল বিল্ডিংয়ের বেশ কিছুটা অংশ মাটির নিচে চলে গিয়েছে এবং পাশে থাকা একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি গাড়ি এবং কয়েক লক্ষ টাকার স্কুলের আসবাবপত্র।

Advertisement
POST A COMMENT