Advertisement

Birbhum News: 'এই MLA চোর', BJP র কাজ কমিয়ে বীরভূমে নিজের দলীয় নেতাকেই 'চোর' অপবাদ TMC র

'পাড়ায় সমাধান' ক্যাম্পে Kajal Sheikh ঘনিষ্ঠ TMC MLA কে 'চোর চোর' স্লোগান তুলে বিক্ষোভ তৃণমূলেরই লোকজনের। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে আসতে হয় পুলিশকে৷ বিধায়ককে বিক্ষোভের মুখ থেকে উদ্ধার করে বের করে আনে পুলিশ। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিক্ষোভকারীদের Anubrata Mondal জিন্দাবাদ স্লোগান দিতেও শোনা যায়৷ কী ভয়ঙ্কর পরিস্থিতি একবার ভাবুন। শাসকদলের কর্মীরাই কিনা নিজের দলের বিধায়ককেই চোর বলছে।

Advertisement