scorecardresearch
 
Advertisement

VIDEO: আলিপুরদুয়ারে মাছ ধরার জালে ১০ ফুটের পাইথন

VIDEO: আলিপুরদুয়ারে মাছ ধরার জালে ১০ ফুটের পাইথন

বুধবার আলিপুরদুয়ারের রেল জংশন এলাকায়, মাছ ধরতে পুকুরে জাল ফেলে স্থানীয় যুবক দীপেশ রায়। তবে জালে মাছের বদলে উঠে আসে প্রায় দশ ফুট লম্বা এক প্রকান্ড পাইথন। যুবকের চেচামেচিতে পুকুর পাড়ে হাজির হয় স্থানীয় মানুষেরা। পরক্ষনেই খবর পৌঁছে যায় বক্সা টাইগার রিজার্ভের দমনপুর রেঞ্জ অফিসে। ঘটনাস্থলে উপস্থিত হয় দমনপুরের স্মেক স্কোয়ার্ডের কর্মীরা। বনদফতর পরে জানিয়েছে উদ্ধার হওয়া সাপটি বার্মিজ পাইথন প্রজাতির। আপাতত পাইথনটিকে বক্সার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। তবে প্রশ্ন উঠছে কি করে এই সাপটি পুকুরে এলো? বক্সা স্মেক স্কোয়ার্ডের কর্মীরা জানিয়েছেন, গত বছর পাহাড় এবং সমতলে রেকর্ড পরিমান বৃষ্টিপাত হওয়ার কারণে পাহাড়ি সাপ বন্যার জলে ভেসে সমতলে চলে আসে। সেগুলো পরে আশ্রয়ের সন্ধানে স্থানীয় পুকুর, ডোবা, জলাশয়ে নেমে পড়ে।

Advertisement