scorecardresearch
 
Advertisement

Rachana Banerjee Jagadhatri Puja: সাংসদ হওয়ার পর প্রথম চন্দননগরে জগদ্ধাত্রী পুজোতে রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana Banerjee Jagadhatri Puja: সাংসদ হওয়ার পর প্রথম চন্দননগরে জগদ্ধাত্রী পুজোতে রচনা বন্দ্যোপাধ্যায়

হুগলির চুঁচুড়ায় বিধায়ক তপন দাশগুপ্ত আয়োজিত জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত হন অভিনেত্রী তথা হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ৩১ বছর আগে এই পুজোর শুভ সূচনা করেছিলেন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী এবং সেই সময় বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পুজোতে বিগত বছরে ছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কামান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ হওয়ার পর এই প্রথমবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এলেন রচনা। রচনা বন্দ্যোপাধ্যায় আরও জানান, যে ভোট প্রচারে চন্দননগর এলেও চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর মণ্ডপে এসে কোনওদিনও দেখা হয়নি। তাই এবারে ইচ্ছা আছে চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখার। তবে পুজোর কটা দিন চন্দননগর থাকতে পারবেন না, রিয়েলিটি শোয়ের শুটিংয়ের জন্য। হুগলিতে কালীপুজোর উদ্বোধনে আসার কথা থাকলেও শরীর খারাপ থাকায় আসতে পারেননি রচনা। জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত হয়ে ছেলে যাতে পরীক্ষায় পাশ করে তার আশীর্বাদ চাইলেন রচনা। রচনার ছেলে প্রনীল বসু আগামী বছর উচ্চ মাধ্যমিক দেবে। সংবাদদাতা- ভোলানাথ সাহা

Advertisement