বৈশাখ মাস পড়তেই বাংলায় কালবৈশাখীর দাপাদাপি শুরু। আগামী 24 ঘন্টায় মারণ কালবৈশাখী সতর্কতা জারি করা করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বইবে। আর তাতেই চিন্তা বাড়িয়েছে চাষীদের। বিকেলের দিক এই দুর্যোগ শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।
Rain Forecast Weather Update byt