কালীপুজো। আলোর উৎসবে সামিল হওয়ার দিন। কিন্তু সকাল সকাল কেমন মুখ ভার করেছিল আকাশ সেটা দেখেছেন? এখন কথা হল তাহলে এই আলোর উৎসবেও কি বৃষ্টি পিছু ছাড়বে না? আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেট দিয়েছে তাতে বলা হয়েছে, নতুন করে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা এখন বাংলায় অন্তত নেই। সামান্য উর্ধ্বমুখী থাকবে দিনভরের তাপমাত্রা। তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Rain prospects during kalipuja light festival