বঙ্গে বৃষ্টি মোটামুটি থেমেছে। ফলে কালীপুজোয় বেশ মনোরম আবহাওয়া পেয়েছে উৎসবপ্রেমী মানুষ। হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত কয়েকদিনে বাংলায় ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা নতুন করে নেই বললেই চলে। তবে দিনের তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী থাকতে পারে। মঙ্গলবার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি বেশি। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৯ ডিগ্রি বেশি। এলাকার কোথায় কোথাও আবার বিক্ষিপ্তভাবে কয়েক ফোটা বৃষ্টি হতে পারে। শহর কলকাতার ক্ষেত্রেও তেমন একটা বৃষ্টির আশঙ্কা নেই। যদি হয়ও সেক্ষেত্রে খুবই সামান্য মাত্রায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দিনভর রোদ ঝলমলে থাকবে আবহাওয়া।
Rain stops in Bengal offering pleasant Kali Puja weather