Advertisement

Rajanya Haldar On Rudranil Ghosh: আবার রাজন্যা হালদারের অগ্নি রূপ, 'মন্তব্য খুব ঘৃণ্য, রুদ্রনীলবাবুকে ক্ষমা চাইতে হবে

21 জুলাইয়ের মঞ্চ থেকে রাজন্যাকে দেখা গিয়েছিল বেশ অগ্নিকন্যার ভূমিকায়। এরপর থেকেই বিভিন্ন সভা মঞ্চে দেখা গিয়ে রাজন্যাকে। তার বক্তব্য বেশ নজরও কেড়েছিল। কিন্তু সেই রাজন্যাকে নিয়ে বেশ চাঁছাছোলা ভাষায় আক্রমণ করতে দেখা গিয়েছিল বিজেপি নেতা রুদ্রনীলকে। তার এই মন্তব্য নিয়ে জোর চর্চাও শুরু হয়ে যায়। কিন্তু তাঁর এই মন্তব্য নিয়ে থানায় দ্বারস্থ হন রাজন্যা। এবার রুদ্রনীলকে ক্ষমা চাইতে বললেন রাজন্যা।

Rajanya Haldar On Rudranil Ghosh

Advertisement