কলকাতার মত ব্যস্তবহুল জায়গায় যেখানে সারাদিন যানবাহন চলাচলের কারণে দূষণের পরিমান এত বেশি যে টেকা বড় দায়। আর এতে করে বাতাসে দূষণের পরিমান দিনের পর দিন বাড়ছে। আর এই দূষণ একমাত্র কমাতে পারে গাছ। যার জন্য শহর কলকাতায় গাছ লাগানোর ওপরে বেশ জোর দিয়েছে সরকার। তারই মধ্যে কিছু অসাধু মানুষ তা কেটে ফেলে বিক্রি করার ছক কষেছে। তাও আবার প্রশাসের নাকের ডগায়। আর ঘটনাস্থলে গিয়ে ক্যামেরা বার করতেই কাঠ ফেলে দে দৌড় গাছ কাটার কর্মীদের। আর সেইএ ছবিই দরা পড়েছে আমাদের প্রতিনিধির ক্যামেরায়। এবার শহর কলকাতার মত জায়গায় দিনে দুপুরে বিন্দাস গাছ কাটা চলছে। আর তাতে হুঁশ নেই প্রশাসনের। নির্বিচারে সবুজ ধ্বংসের অভিযোগ উঠেছে রাজারহাটের মত জায়গায়।