scorecardresearch
 
Advertisement

Breaking News: লোকসভার পরে বাংলায় রাষ্ট্রপতি শাসন? মমতার কী হবে

Breaking News: লোকসভার পরে বাংলায় রাষ্ট্রপতি শাসন? মমতার কী হবে

২০২৬ এর আগে কোনও সমাধান নয়। রাজ্যে তৃণমূল সরকারের পতনের পর স্থায়ী সমাধান হবে। শিলিগুড়িতে এমনটাই মন্তব্য করলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। প্রসঙ্গত, রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ মন্তব্য করেছিলেন উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে না। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন সাংসদ বলেন, ওনার সঙ্গে কার কি কথা হয়েছে আমার জানা নেই । তবে সরকার যা লিখে দিয়েছে তা অবশ্যই হবে। উত্তরবঙ্গের ইতিহাস,ভূগোল এবং এখানকার ভাষা সংস্কৃতি, বৈচিত্র্য সমস্ত কিছুকে সমাবেশ করে স্থায়ী সমাধান হবে। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগেই উত্তরবঙ্গ-সহ অসম ও বিহারের বেশ খানিকটা অংশ নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হবে বলে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশ্যে আসে। কিন্তু লোকসভা নির্বাচনের ঠিক মুখে দাঁড়িয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল যে উত্তরবঙ্গ হচ্ছে না তা স্পষ্ট করে দিয়েছিলেন GCPA এর সভাপতি। তবে তারপর সাংসদের এই মন্তব্য কার্যত সেই জল্পনা আবারও জিইয়ে রাখল। তবে সংসদের এই মন্তব্য থেকে স্পষ্ট লোকসভার নির্বাচন পরই হতে পারে কেন্দ্রশাসিত অঞ্চল।

Raju Bista Slams TMC Govt in West Bengal byt

Advertisement