scorecardresearch
 
Advertisement

Ramakrishna Temple at Ranaghat: রানাঘাটে চূর্ণী নদীর ধারে ঐতিহাসিক স্থানে রামকৃষ্ণের মূর্তি ও মন্দির প্রতিষ্ঠা

Ramakrishna Temple at Ranaghat: রানাঘাটে চূর্ণী নদীর ধারে ঐতিহাসিক স্থানে রামকৃষ্ণের মূর্তি ও মন্দির প্রতিষ্ঠা

১৮৮৬-র ১ জানুয়ারি কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। সেই থেকে কল্পতরু উৎসবের শুরু। সেদিন রানাঘাট চূর্ণী নদীর ধারে কলাইঘাটায় রানি রাসমণির জামাতা মথুর চন্দ্র বিশ্বাস কে নিয়ে আদিবাসী অঞ্চল কলাইঘাটায় বটতলায় আসেন। গ্রামবাসীরা উপস্থিত হন। হতদরিদ্র রূপ দেখে রামকৃষ্ণদেব ব্যথিত হন।মথুরচন্দ্রকে বলেন যে যতক্ষণ পর্যন্ত এঁদের অন্ন, পোশাকের ব্যবস্থা না হচ্ছে, ততক্ষণ তিনি অনশনে থাকবেন। মথুর তাঁদের অন্নবস্ত্রের ব্যবস্থা করলে তিনি অনশন ভঙ্গ করেন। প্রত্যেক বছর তাই বছরের প্রথম দিন ১ জানুয়ারি এই জায়গায় অনেকে আসেন। এখানে রামকৃষ্ণ ভক্তরা চেয়েছিলেন স্মৃতি ভবনের নির্মাণ করতে, তা সফল হয়নি। তাই এই বছর নদীর বিপরীতে রানাঘাট পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে চূর্ণী নদীর ধারে রামকৃষ্ণ দেবের মূর্তি ও মন্দির প্রতিষ্ঠা হচ্ছে ।

Ramakrishna Temple at Ranaghat

Advertisement