করোনার বিরুদ্ধে লড়াইয়ে এবার এগিয়ে এলেন বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। বেলুড় রামকৃষ্ণ মিশন পরিচালিত পলিটেকনিক কলেজ শিল্পমন্দিরে কয়েকটি ক্লাসরুম ও প্রার্থণা কক্ষ খুলে দেওয়া হচ্ছে সর্বসাধারণের জন্য। সেখানে ৫০ শয্যার সেফ হোম তৈরি করে অল্প লক্ষ্যণযুক্ত কোভিড রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে রামকৃষ্ণ মিশন সারদাপীঠের পক্ষ থেকে। এজন্য এখনই নূন্যতম পরিকাঠামো গড়তে সকলের সহযোগিতাও চাওয়া হয়েছে। এমনকি সেখানে রোগীদের পরিষেবা দেওয়ার জন্য চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবীদের যুক্ত হওয়ার আহ্বানও জানানো হয়েছে মিশনের পক্ষ থেকে।