দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে বিতর্কিত মন্তব্য অভিনেতা-বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর। বললেন, 'এর কোনও প্রোটেকশন হয় নাকি! ধর্ষণ আগেও হয়েছে, আগামীতেও হবে। থামানোর চেষ্টা হয়েছে। হয়নি।' অভিনেতা আরও বলেন, মেয়েদের আরও সাবধানতা প্রয়োজন। প্রসঙ্গত, এর আগে দুর্গাপুর ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ সৌগত রায়।