Advertisement

Rare Bird Recovered from Shantipur: শান্তিপুর থেকে উদ্ধার বিরল প্রজাতির পাখি, আগে দেখেছেন?

শান্তিপুর বাগআঁচড়া এলাকা থেকে উদ্ধার একটি সোয়াম্ফেন প্রজাতির পাখি। বুধবার সকালে শান্তিপুর বাগআঁচড়া অঞ্চলের বলাকা সাংস্কৃতিক মঞ্চের সদস্যরা ওই সোয়াম্ফেন প্রজাতির পাখিটিকে একটি দোকানে আটকে রাখতে দেখেন। এরপর ওই দোকান থেকে পাখিটিকে উদ্ধার করে খবর দেওয়া হয় শান্তিপুর বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে। তিনি পাখিটিকে উদ্ধার করে খাঁচাবন্দি করে বনদপ্তরের হাতে তুলে দেন।

Rare swamphen Bidr Recovered from Shantipur

Advertisement