Advertisement

Hooghly News: গরিবের ফ্রি রেশন টাকা খেয়ে ভিন রাজ্য়ে 'পাচার' হচ্ছে!হুগলিতে পুলিশের অ্যাকশন

ডানকুনির পর এবার চণ্ডীতলা। আবার ও রেশন সামগ্রীর বেআইনি পাচার ধরল পুলিশ! উদ্ধার মোট ৩৭ হাজার ৫০০ কেজি চাল ও আটা। ঘটনায় তিনজনকে আটক করেছে চণ্ডীতলা থানা। পাশাপাশি ভিন রাজ্যের নাম্বার প্লেট লাগানো একটি ট্রাক আটক করা হয়েছে বলে জানিয়েছেন চণ্ডীতলার SDPO তমাল সরকার।

Ration Smuggling caught again in chanditala after Dankuni

Advertisement