Advertisement

Red Sandalwood Smuggling: রক্ত চন্দন গাছ কেটে পালাচ্ছিল ওরা, বীরভূমে 'পুষ্পারাজ' কীভাবে আটকাল পুলিশ? দেখুন

বীরভূমে কী পুষ্পা রাজ শুরু? জেলার রামপুরহাট রেঞ্জ এলাকায় রক্ত চন্দন অর্থাৎ লাল চন্দন গাছ কেটে নিয়ে দুষ্কৃতীরা  চম্পট দিচ্ছিল রাতের অন্ধকারে। শেষপর্যন্ত কাঠ পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল। চার দুষ্কৃতি। পুলিশ সূত্রে জানা যায় রামপুরহাট থানার হস্তি কাঁদা গ্রামের একটি জঙ্গলে দুটি লাল চন্দন গাছ কেটে ফেলেছিল বেশ কয়েকজন দুষ্কৃতী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রামপুরহাট থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি ট্রাক্টর, একটি মোটর বাইক ও একটি চারচাকা গাড়ি।

Advertisement
POST A COMMENT